সিলেটশুক্রবার , ২৮ জুন ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

“চলেন রাম দা দিয়ে কোপাই“ 

Ruhul Amin
জুন ২৮, ২০১৯ ১১:৪১ অপরাহ্ণ
Link Copied!


 

জুয়েল সাদতঃ

 

“অনেক কেদেছি আমি আর কাদতে পারব না ” জেমেসের একটা গান গত ৪৮ ঘন্টা থেকে আমার মনকে তাড়া করছে । বাংলাদেশটাই আমাদের প্রবাসীদের কাছে মা। তাই জেমসের মা হারানোর বেদনার গানটা আমাকে কাদাচেছ । রিফাত কে রামদা দিয়ে কোপাল নয়ন ,সিলেটে ক বছর আগে খাদিজাকে কোপাল বদরুল, নুসরাত কে পোড়াল মাদ্রাসার হুজুর, আর কত । রেল লাইনগুলো যে ছবি দেখছি প্রতিদিন এখন তো ভয় করে কাউকে রেলে যেতে বলতে । পুরো বাংলাদেশটা্ই কিভাবে আহত হয়ে গেছে । ১৯ বছর আগে যে বাংলাদেশকে রেখে  এসেছিলাম তখন তো মানবিকতা ,মানুষের সাহস, দেশপ্রেম এমন আহত ছিল না । কি হয়ে গেল পুরো বাংলাদেশটায় । সবাইকি সহজলভ্য ইন্টারনেটের জন্য আর দশ হাজার টাকার টাকার স্মার্ট ফোনের কারনে সারা দিন মাথা নিচু করে ডুবে আছেন ‍বিবেক কে এক্সপোটৃ করে । কি ভয়াবহ কথা, বরগুনার এস পি বলছেন, নয়ন ২০ মামলার আসামী , মাদক ব্যাবসায়ী সে সন্ত্রাসী । এর মানে এই সব ছেলেরা জেল থেকে বা জামিন পাবার পর আর কোন নজরদারীতে নেই । ভাগ্য ভাল এখনও সে ছাত্রলীগের নেতা বা বাপ আওয়ামী লীগের লিডার বলেন নি ।

রামাদা দিয়ে কাকে কোপাবেন ? কোপাতে হবে পুলিশদের । যারা টাকা খেয়ে সন্ত্রাসীদের মামলা হালকা করার জন্য রিপোট দেয় । আর যে সব আইনজীবি জেনে শুনে অপরাধীদের পক্ষে সাফাই গায় , তাদের জামিনের গ্যারান্টি দেয় । আমার ফেসবুকে কয়েক হাজার আ্ইনজীবি ও দেশে থাকলে হয়ত সাইড ব্যবসা হিসাবে আইনজীবিই হতাম ।পড়াশুনা ও করেছি আইন কলেজে  । তাই বলে কি নিজের বিবেক কে বিক্রি করে সন্ত্রাসী ও ভয়ানক ক্রিমিনালদের পক্ষে যেতে হবে । আর এজলাসে যে কম বয়সী বিচারক বসে আছেন, তিনি এপিপি , এস পিপি ও পিপির মুখের দিকে তাকিযে রায় দেন । এই তিন শ্রেনীর মানুষকে্ই কোপাতে হবে ।

আমাদের পদ্মা সেতুর দরকার নেই , আমাদের বিদ্যুতের ও দরকার নেই, আমাদের মেট্ররেলের দরকার নাই, আমাদের চার লেনের মহাসড়ক ও দরকার নেই । আমাদের দরকার একটি নিরাপদ বাংলাদেশের । যেখানে স্বাভাবিক চলাফেরার ও নিরাপদ থাকা যাবে । আমাদের কোপাতে হবে পুরো সিষ্টেমটাকে । আমাদের কোপাতে হবে বিবেক কে । আমাদের কোপাতে হবে কাপুরুষতাটাকে ।  একজন জনবান্ধব  প্রধানমন্ত্রী  তিনি একাই  তিন চারটা মন্ত্রনালয় চালান তাকে প্রতি ঘটনায় সম্পৃক্ত হতে হয় । স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, আই জি, এস পি, ওসি থাকার দরকার কেন ? চাইলে একজন এস আই সন্ত্রাসীদের ঘুম হারাম করে দিতে পারে ।

প্রধানমন্ত্রীকে  বিদেশে বসেও আড়ংয়ের ঘটনায় অপমানিত একজন মেজিষ্ট্র্যাট এর পক্ষে ব্যবস্থা নিতে হয় । সংসদেও কথা বলেন তিনি একই বিষয়ে  । তিনি ৭৪ বছর বয়সে যা করছেন তা ৪০  মন্ত্রী মিলেও করতে পারছে না । সবাই মুজিব কোট ইস্ত্রি করে বসে থাকেন তার সাথে ছবি তুলার জন্য । সব মন্ত্রীরা দুর্নীতিবাজ না  কিন্তু সঠিক কাজ করার জন্য যে যোগ্যতা তা তাদের নেই । রেল দুর্ঘটনায় মন্ত্রী দু:খ প্রকাশ না করে বিগত সরকারের দোষ দিলেন, তাহলে গত ১১ বছর রেল কে চালিয়েছে ।

মানবাতার নেত্রী শেখ হাসিনাকে  ফেস বুকে বসে সব সময় কোথায় কোন ঘটনা ঘটছে, কি ভাইরাল হচেছ  তার জন্য ব্যবস্থা নিতে হবে । আগে শুনতাম সবাই বলত, পুলিশের চাকরী ও সরকারী চাকুরীজীবিরা বেতন কম পান, তাই তাদের অনৈতিক আয় করতে হয় । সবার বেতন বাড়িয়ে দেয়া হল , অনেক উ্যসব ভাতা দেয়া হচেছ । তারপরও তাদের লাগাম টানা যাচেছ না । হাই কোঢ  বসে প্রতিদিন রুল জারি করছেন, আর প্রধানমন্ত্রী একাই ১৭/১৮ ঘন্টা কাজ করছেন সব বিষয়ে সব ক্ষেত্রে । কোপাতে হবে সেই সব ঠিকাদারদের যারা বাশ দিয়ে রাস্তা বানানোর চেষ্টা করে । যারা রেল লাইনে বাশ ব্যবহার করে । শুনলাম গতকাল সিলেট ঢাকায় দু লাইনের রেল লাইন হবে , মানে নতুন লাইন ১৫ হাজার কোটি  টাকার খাবার ধান্ধা । সিলেট বাসীর উচিত এটা প্রত্যাখ্যান করা । কারন যে লাইনগুলো আছে সেটাই সংস্কার জরুরী । নুতন টাকা লুটে পুটে খাবার চিন্তা । উচিত ভাল দক্ষ লোকদের রেলওয়েতে চাকুরী দেয়া । অদক্ষ লোকদের হাতে পুরো রেল সেক্টর ।

একটা সাফল্য এই সরকারের , এখন আগ্নেয়াস্ত্র ব্যবহৃত হচেছ না । মানে অবৈধ অস্ত্র কিছুটা সহনীয় পর্যায়ে । এখন দেশীয় অস্ত্র নিয়ে ( ৭০ /৮০ দশকের  ষ্টাইলে ) খুব কাছে   এসে আঘাত করে  সন্ত্রাসীরা । আর আমরা ছবি তুলি , রেকর্ড করি , লাইভ দেখাই । খাদেজাকে যখন কোপাল তখনও অনেক লোক আশে পাশে ছিল , রিফাতকে যখন কোপাল তখন অনেকে ছিল । আমাদের বিকেটাই এক্সপোট হয়ে গেছে ।  আমাদের ছাত্র সমাজের মাঝেও একটা নিষ্ক্রিয়তা এসে গেছে , তারা রিয়েক্ট করতে পারে না । সমাজের মাঝে কিছু অনাচার ভয়াবহ আকার ধারন করছে, তারা গা বাচিয়ে চলছে । খাদ্য ভেজাল একটি সামাজিক ক্যান্সার সেখানেও ভাল ভাল মেজিষ্ট্যাট রা নাগরিকদের সাপোট পাচেছন না । কোপাতে হবে এই অপশক্তি কে যারা অধিক মুল্য নিয়ে আমাদের খাদ্য বিষ ডুকিযে বিক্রি করছে । নাগরিকদের মাঝে জেগে উঠার কোন স্পৃহা নেই । তাই আড়ং দু’বার ধরা খেল গ্রাহক প্রতারনা জন্য  কেউ কথা বলে না । কেউ প্রতিবাদ করে না । সবাই আড়ংয়ে যায়, ব্যান্ডের জন্য । প্রতারকদের ব্যান্ড পড়ে ্ ইমেজ বাড়াই আমারা ।

আমাদের আপাতত  উন্নয়নের মহাসড়ক থেকে নেমে লোকাল  সড়কে চলতে হবে, যে সামাজিক সমস্যাগুলো  দৃশ্যমান (১) স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি (২) নিরাপদ রেল লাইন ( ৩) খাদ্যে ভেজাল  ( ৪) অসাধু ঠিকাদারদের বিরুদ্বে ব্যব্স্থা (৫) যে আইনজীবিরা সন্ত্রাসীদের জন্য আদালতে দাড়ায় ( ৬) যে সব পুলিশ সন্ত্রাসীদেরে পক্ষে দুর্বল রিপোট দেয় (৭) যে সব বিচারক ভুল বিচার করে এপিপি , এস পিপি, পিপি দের পক্ষ নিয়ে ।

আমাদের ক্রিকেটের বিশ্বকাপ জেতার দরকার নেই । আমাদের মকাকাশে ও যাবার দরকার নেই । আমাদের পৃথিবীর উন্নয়নশীল দেশ হবার ও দরকার নেই । আমাদের সাড়ে পাচ হাজার কোটি টাকার বাজেটের ও  দরকার নেই , যে টাকার কাজ হবে না , সবাই বিদেশ সফর করবে । আমাদের দরকার সামাজিক মুল্যবোধ জাগ্রত করা । আমাদের ম্ধ্য একটি সুষ্ট জবাবদিহীতা নিশ্চিত করা । একজন এস পিকে নিয়ে , একজন ডিআইজিকে নিয়ে যে টানা হেচড়া হল তা যেন ভবিষ্যতে না হয় । নুসরাত কে যেমন মৃত্যুর আগেই ওসি মোয়াজ্জেম তার রুমে হেনস্থা করছে  এখন মিন্নি কে নিয়ে অনেক লেখালেখি করা হচেছ । আমি বলছি না মিন্নি বেগম রোকেয়া, আমরা প্রকাশ্য একজনকে কুপিযে হত্যা করার বিচার চাচিছ । অনলাইনের যুগে অনেক নিউজই বানানো যায়, সন্ত্রাসীদের আইনজীবি বলে দেয় মামলা দুর্বল করতে কিছুটা পক্ষে নিতে বিভিন্ন নিউজ এভিডেন্স হিসাবে কাজ করে । এই কাজগুলো অসাধু আইনজীবিদের পরামর্শ এ হয়ে থাকে । আজ সারাদিন মিন্নি বিরুদ্বে নিউজ দেখা যাচেছ । আমাদের দেশে শিক্ষক ২০ জন ছাত্রীতে ধর্ষন করল মাসের পর মাস, কেউ কিছু বলল না এতদিন । সবাই কি প্রশ্ন পত্র পাওয়ার আশায় । কত কিছুই ঘটছে । নুসরাত , রিফাতের পর ‍মুন্সিগঞ্জ বরগুনার পর আরও কোথাও আগামী মাসে আগামী সপ্তাহে আরেক কাহিনী আসছে । বরগুনার ওসি ও এস পির সখ্যাতা ছিল নয়নদের সাথে । ২০১৭ সালে সে মাদক মামলায় গ্রেফতার হেল , কে তাকে জামিন দিল । কোন আইনজীবি তার পক্ষে দাড়ালেন তার ছবি দেখতে চাই । রিফাত কে পুলিশ মিথ্যা মামলায় ১৭ দিন জেলে নিল কেন । কতটা দাপটে নয়ন সরকারী দল না করেও কিভাবে এগুলা করল । তার মানে সে টাকা দিয়ে থানা ম্যানেজ করত, করেছে । এই ছবি ভাইরাল না হলে রিফাতের মুত্যৃ একটি দুর্ঘটনা হিসাবে মিডিয়ায় আসত । আমাদের  সহজাত বিবেকটাকে কোপানোর জন্য ধারাল রাম দা দরকার ।

বিচিত্র আমাদের দেশ আমাদের মিডিয়া আমাদের অবসরে যাওয়া বিবেক ।।

 

জুয়েল সাদত : সাংবাদিক -কলামিষ্ট ( আমেরিকা )